গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করবেন যেভাবে দেখে নিন
বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ।আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে সকল অজানাকে জানা সম্ভব হচ্ছে।প্রযুক্তি যেনো আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে পড়েছে।প্রিয় পাঠক আপনি কি কিভাবে গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করবেন তা খুজছেন?তবে এই পোস্টটি আপনার জন্যই।
এই পোস্টে আমরা আলোচনা করেছি কিভাবে গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করবেন এবং কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায় সেই তথ্য নিয়ে।আপনি যদি গুগল ম্যাপে কিভাবে মোবাইল লোকেশন বের করতে হবে তা জানতে চান তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।ভূমিকা
প্রযুক্তির এই যুগে গুগল কোম্পানির সাথে আমরা সকলেই পরিচিত।এই গুগল কোম্পানির একটি অ্যাপস হলো এই গুগল ম্যাপ।গুগল কোম্পানির এই অ্যাপস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।গুগল ম্যাপ এমন একটি ম্যাপ যার সাহায্যে শুধু নিজের এরিয়া নয় নিজের দেশ নয় বরং বিশ্বের যে কোনো প্রান্তের লোকেশন বের করা যায়।
গুগল ম্যাপ পথে প্রান্তরে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করে চলেছে।গুগল ম্যাপে আমরা পথের দূরত্ব কততুকুনশে সম্পর্কে জানতে পারি,পথের ট্রাফিক সম্পর্কে জানতে পারি,পথের শর্টকাট সম্পর্কে জানতে পারি,মোবাইল লোকেশান ট্রাক করতে পারি আছারাও অনেক সুবিধা রয়েছে চলুন সেগুল দেখে নেয়া যাক। গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার ফলে যেকোনো রাস্তা চেনা খুব সহজ হয়ে যাচ্ছে।
গুগল ম্যাপ ডাউনলোড
গুগল ম্যাপ ডাউনলোড করতে হলে আপনার অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে।প্রথমে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে তারপর প্লেস্টোর থেকে গুগল অ্যাপস লিখে সার্চ দিয়ে গুগল অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
বর্তমানে বেশিভাগ অ্যান্ড্রয়েড ফোন আগে থেকেই অ্যাপস এর মধ্যে এই অ্যাপসটি দেখা যাচ্ছে সেক্ষেত্রে নতুন করে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে না।আর আপনি যদি আইফোন ব্যাবহার করে থাকেন তবে আপনার মোবাইলের অ্যাপস স্টোর থেকে এই অ্যাপস টি ডাউনলোড করে নিতে হবে।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করবেন যেভাবে
প্রথমে ফোনের নোটিফিকেশন অপশন থেকে লোকেশন অন করে দিতে হবে।তার পর গুগল অ্যাপসে প্রবেশ করতে হবে।গুগল অ্যাপসে প্রবেশ করলে নিচে দুইটি অপশন আসবে একটা রাউন্ড আর একটা অ্যারো চিহ্ন।রাউন্ড চিহ্নতে প্রেস করলে দেখতে পাবেন আপনার লোকেশনটি নীল রঙের হয়ে রাউন্ড দেখাচ্ছে সেটিই আপনার অবস্থান।
তবে আপনি যদি এক অস্থান থেকে অন্য স্থানে এ যেতে চান এবং সে ইস্থান এর দূরত্ব সম্পর্কে জানতে চান তবে আপনাকে রাউন্ড চিহ্নর নিচে ক্লিক করে হবে তারপর দুইটি অপশন আসবে চুজ স্টার্ট লোকেশন আরেকটি চুজ ডেস্টিনেশন।
আপনি যেই স্থান থেকে যাত্রা শুরু করতে চান সে স্থান এর নাম চুজ স্টার্ট লোকেশনে লিখবেন আর যেখানে যেতে চান সে স্থানের নাম চুজ ডেস্টিনেশনের মধ্যে লিখবেন।একজন আপনি সে স্থানে যেতে কত সময় লাগবে,সে স্থানের রাস্তার অবস্থা সব জানতে পারবেন। যেকোনো অপরিচিত জায়গায় গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করতে পারবেন।
গুগল ম্যাপের ব্যাবহার
- একইস্থান থেকে অন্য স্থানের দূরত্ব কত সেটি জানতে গুগল ম্যাপ ব্যবহৃত হয়।আপনার সে স্থানে যেতে কত টুকু সময় লাগবে সেটি গুগল ম্যাপ জানিয়ে দিবে।
- রাস্তা ঘাটের ট্রাফিক সম্পর্কে জানতে গুগল ম্যাপ আমাদের সাহায্য করে থাকে।
- আপনি যদি আপনার লোকেশন শেয়ার করতে চান তবে আপনি ইমেইল,মেসেজ ও সোসিয়াল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবেন।
- আপনি যদি কোনো জায়গাতে যেতে চান কিনতে তা ভালোভাবে না চিনেন তবে গুগল ম্যাপ আপনাকে সে যাওয়ার ম্যাপ দেখিয়ে রাস্তা চিনে সে জায়গাতে নিয়ে যেতে সাহায্য করবে।
- আপনি বর্তমানে যেখানে অবস্থান করবেন তার আসে পাশে কোনো রেস্টুরেন্ট,হসপিটাল এবং আসে পাশে যা আছে তা জানতে সাহায্য করবে।
আরও পড়ুন কিভাবে MIUI 13, 12.5, এবং 12: শাওমি, রেডমি , এবং পোকো ফোনে বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্যা ঠিক করবেন
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
- প্রথমে আপনাকে ট্রু কলার অ্যাপস ডাউনলোড করতে হবে।
- তারপর সাইন ইন করে নিতে হবে।
- অ্যাপস অন করলে আপনার কাছে থেকে বিভিন্ন পারমিশন চাইবে সকল পারমিশন অন করে নিতে হবে আপনি সকল পারমিশন না দিলে লোকেশন দেখা যাবেনা।
- তারপর অ্যাপসটিতে প্রবেশ করলে আপনার ইনকামিং কল আউটগোয়িং কল দেখা যাবে
- সেই কল লিস্ট থেকে যে নম্বর দেখতে চান সেই নম্বর লিখে সার্চ দিলে সেই মোবাইলটি এখন কোথায় রয়েছে সেটি দেখতে পারবেন।
মন্তব্য
আমি মনে করি গুগল কোম্পানির গুগল ম্যাপ এপসটি আমাদের জন্য প্রয়োজনীয় একটি অ্যাপস।অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই রাস্তার অবস্থা,নিজের অবস্থান থেকে অন্য অবস্থানের দুরত্ব এবং কোথাও যেতে হলে সেই স্থানে যেতে কেমন সময় লাগবে সেটি সম্পর্কে জানতে পারছি।
বর্তমান ডিজিটাল যুগে গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করা খুব সহজ একটি পদ্ধতি।এই পোস্টটি পড়ে আপনি কিভাবে মোবাইল নম্বর দিয়ে লোকেশন বের করা যায় তাও জানতে পেরেছেন। আসা করি আমার এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন।আমার পোস্টটি ভাল লাগল আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url